শিবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিক নিহত
নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মুনসেফেরচর (ইটাখোলা) এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়।
নিহত আবু বক্কর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইলের ছেলে এবং ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশনের শ্রমিক হিসেবে কাজ করতেন।
ট্যাগস :











