ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর মাহে রমজান উপলক্ষে কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের গুনগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত সার্ভিল্যান্স অভিযান অদ্য ৫মার্চ নরসিংদী জেলার সদর উপজেলায় পবিত্র মাহে রমজানে ভোক্তা সাধারনের ক্রয়ের স্বচ্ছতা উপলক্ষে অত্র অফিসের উপপরিচালক(সিএম) ও অফিস প্রধান এর নেতৃত্বেএকটি সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স এর কার্যক্রমনিম্নরূপঃ

০১। (i) মেসার্স মাতৃ মিষ্টান্ন ভান্ডার, উপজেলা মোড়, সদর, নরসিংদী । (ii) মেসার্স নিউ রমেশ মিষ্টান্ন ভান্ডার, উপজেলা মোড়, সদর, নরসিংদী । (iii) মেসার্স আপ্যায়ন হোটেল, উপজেলা মোড়, সদর, নরসিংদী । ইফতারির জন্য প্রস্তুতকৃত খাবার স্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পরিবেশন করার পরামর্শ প্রদান করা হয় এবং ব্যবহৃত ওজন যন্ত্র যাচাই করা হয়। এছাড়াও মেসার্স মাতৃ মিষ্টান্ন ভান্ডার, উপজেলা মোড়, সদর, নরসিংদী ফার্মান্টেড মিল্ক (মাঠা) পণ্যের সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০২। (i) মেসার্স হান্নান ফল বিতান, উপজেলা মোড়, সদর, নরসিংদী (ii) মেসার্স মদিনা ফল ভান্ডার, পশ্চিম কান্দাপাড়া, সদর, নরসিংদী ফলের দোকানের ওজন যন্ত্র যাচাই করা হয় ও বিএসটিআই হতে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০৩। মেসার্স নিউ লোকনাথ ফুড প্রোডাক্টস্‌, ৩০/৫, পশ্চিম কান্দাপাড়া, সদর রোড, নরসিংদী পাফড রাইস(মুড়ি) পন্যের অনুকুলে অনূকুলে সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না পাওয়ায় সতর্ক করা হয় এবং নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও চানাচুর, কটকটি, মোনাক্কা ইত্যাদি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০৪। মেসার্স গৌরাঙ্গ ভান্ডার, বড় বাজার, সদর, নরসিংদী এর চানাচুর, বিস্কুট পন্যের অনূকুলে সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদে ভ্যারিয়েন্ট অন্তভুক্তি গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও মোনাক্কা, মিষ্টিমন্ডা ইত্যাদি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০৫। মেসার্স গৌরী ভান্ডার, পশ্চিম কান্দাপাড়া, সদর রোড, নরসিংদী এর নোংরা পরিবেশ মানউন্নয়ন করে চানাচুর, বিস্কুট পন্য উৎপাদন করতে পরামর্শ প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের সকল উৎপাদন, মোড়কজাতকৃত পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর এর উপপরিচালক(সিএম) ও অফিস প্রধান জনাব মো: হাবিবুর রহমান এবং আরোও অংশগ্রহণ করেন অত্রাফিসের কর্মকর্তা জনাব মন্তোষ কুমার, সহকারী পরিচালক (সিএম), জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি)। মাহে রমজানের বাজার স্থির রাখতে ও গুনগত মানসম্পন্ন পন্য উৎপাদনে জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
৬৬ বার পড়া হয়েছে

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর মাহে রমজান উপলক্ষে কার্যক্রম

আপডেট সময় ০৬:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের গুনগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত সার্ভিল্যান্স অভিযান অদ্য ৫মার্চ নরসিংদী জেলার সদর উপজেলায় পবিত্র মাহে রমজানে ভোক্তা সাধারনের ক্রয়ের স্বচ্ছতা উপলক্ষে অত্র অফিসের উপপরিচালক(সিএম) ও অফিস প্রধান এর নেতৃত্বেএকটি সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স এর কার্যক্রমনিম্নরূপঃ

০১। (i) মেসার্স মাতৃ মিষ্টান্ন ভান্ডার, উপজেলা মোড়, সদর, নরসিংদী । (ii) মেসার্স নিউ রমেশ মিষ্টান্ন ভান্ডার, উপজেলা মোড়, সদর, নরসিংদী । (iii) মেসার্স আপ্যায়ন হোটেল, উপজেলা মোড়, সদর, নরসিংদী । ইফতারির জন্য প্রস্তুতকৃত খাবার স্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পরিবেশন করার পরামর্শ প্রদান করা হয় এবং ব্যবহৃত ওজন যন্ত্র যাচাই করা হয়। এছাড়াও মেসার্স মাতৃ মিষ্টান্ন ভান্ডার, উপজেলা মোড়, সদর, নরসিংদী ফার্মান্টেড মিল্ক (মাঠা) পণ্যের সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০২। (i) মেসার্স হান্নান ফল বিতান, উপজেলা মোড়, সদর, নরসিংদী (ii) মেসার্স মদিনা ফল ভান্ডার, পশ্চিম কান্দাপাড়া, সদর, নরসিংদী ফলের দোকানের ওজন যন্ত্র যাচাই করা হয় ও বিএসটিআই হতে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০৩। মেসার্স নিউ লোকনাথ ফুড প্রোডাক্টস্‌, ৩০/৫, পশ্চিম কান্দাপাড়া, সদর রোড, নরসিংদী পাফড রাইস(মুড়ি) পন্যের অনুকুলে অনূকুলে সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না পাওয়ায় সতর্ক করা হয় এবং নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও চানাচুর, কটকটি, মোনাক্কা ইত্যাদি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০৪। মেসার্স গৌরাঙ্গ ভান্ডার, বড় বাজার, সদর, নরসিংদী এর চানাচুর, বিস্কুট পন্যের অনূকুলে সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদে ভ্যারিয়েন্ট অন্তভুক্তি গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও মোনাক্কা, মিষ্টিমন্ডা ইত্যাদি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।

০৫। মেসার্স গৌরী ভান্ডার, পশ্চিম কান্দাপাড়া, সদর রোড, নরসিংদী এর নোংরা পরিবেশ মানউন্নয়ন করে চানাচুর, বিস্কুট পন্য উৎপাদন করতে পরামর্শ প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের সকল উৎপাদন, মোড়কজাতকৃত পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর এর উপপরিচালক(সিএম) ও অফিস প্রধান জনাব মো: হাবিবুর রহমান এবং আরোও অংশগ্রহণ করেন অত্রাফিসের কর্মকর্তা জনাব মন্তোষ কুমার, সহকারী পরিচালক (সিএম), জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি)। মাহে রমজানের বাজার স্থির রাখতে ও গুনগত মানসম্পন্ন পন্য উৎপাদনে জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর কার্যক্রম অব্যাহত থাকবে।