শেখের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড আদায়
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ৬মার্চ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শেখের বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়ার নেতৃত্বে
ওসি মনোহরদী, স্যানিটারি ইন্সপেক্টর মনোহরদীসহ বাজার কমিটিকে সাথে নিয়ে বাজার মনিটরিং করা হয়।

এসময় রমজান মাসে ইফতার সামগ্রী, ফলের দোকান, মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: সজিব মিয়া। অপরিষ্কার পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজন দোকানদারকে ২০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত দামে যাতে তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করে সে বিষয়ে দোকানদারগণকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
ট্যাগস :