মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের মেসার্স আফরিনা ট্রেডার্স এ ভয়াবহ অগ্নিকান্ড-কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
মকবুল হোসেন : নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুচর মধ্যপাড়া গ্রামে অবস্থিত মেসার্স আফরিনা ট্রেডার্স এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গত ১৮ এপ্রিল শুক্রবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে আগুন দেখতে পায় মিলের আশপাশের লোকজন। মিল মালিকের পরিবারকে সংবাদ দিলে তারা এসে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের শেড, ৪টি মেশিন, প্রায় ৯শত বস্তা সুতা ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মালিক পক্ষের দাবী এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব। মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মোঃ রায়হান (পিএফএমএস) জানায়, আমরা রাত ৩টা ৫মিনিটে সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই।
প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পরে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলা যাবে।