ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :

ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে মোস্তফা মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল ও আলা উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
৫০ বার পড়া হয়েছে

নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে মোস্তফা মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল ও আলা উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।