ঘোড়াশালে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ, চালক আহত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারের চালক হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের রাজাব এলাকায় এ দুর্ঘটনা ঘটো।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় পলাশ থেকে একটি দ্রতগামীর প্রাইভেটকার পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় ঘোড়াশাল নাজমুল সিএনজির সামনের রেলক্রসিং পার হয়ে হয়ে রাজাব এলাকার পল্লীবিদ্যুতের সামনের সড়কে প্রাইভেটকারটি পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুতগামীর ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে প্রাইভেটকার ছিটকে পড়ে এর চালক আহত হয়। পরে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। আহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: ইউসুফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।