ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মনোহরদীতে ২৪ এর শহীদদের স্মরণে জামায়াতের কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজার বেলতলা মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪-এর গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ সম্মেলনে জামায়াতের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “২৪ এর গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা ইসলামী রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্ত আমাদের রাজনীতির অনুপ্রেরণা। কর্মীদের উচিৎ সেই ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন— মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ ছানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাও. ইকবাল হোসাইন, বেলাব উপজেলা জামায়াতের আমির মাওলানা জহিরুল ইসলাম, মনোহরদী দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, উত্তরের সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন আল আজহারী, বেলাব উপজেলা সেক্রেটারি মাওলানা সোহরাব হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী উত্তর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভুইয়া।

বক্তারা কর্মীদের আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে জামায়াতের আদর্শিক অবস্থান জনগণের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
২৫ বার পড়া হয়েছে

মনোহরদীতে ২৪ এর শহীদদের স্মরণে জামায়াতের কর্মী সম্মেলন

আপডেট সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজার বেলতলা মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪-এর গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ সম্মেলনে জামায়াতের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “২৪ এর গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা ইসলামী রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্ত আমাদের রাজনীতির অনুপ্রেরণা। কর্মীদের উচিৎ সেই ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন— মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ ছানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাও. ইকবাল হোসাইন, বেলাব উপজেলা জামায়াতের আমির মাওলানা জহিরুল ইসলাম, মনোহরদী দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, উত্তরের সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন আল আজহারী, বেলাব উপজেলা সেক্রেটারি মাওলানা সোহরাব হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী উত্তর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভুইয়া।

বক্তারা কর্মীদের আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে জামায়াতের আদর্শিক অবস্থান জনগণের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।