ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে কিশোরী
মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকের ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় আমরণ অনশনে বসেছেন ফাইজা ইসলাম তোয়া নামের এক কিশোরী।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রধান ফটকে আমরণ অনশনে বসেন তিনি।
ফাইজা ইসলাম তোয়া (১৭) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর গ্রামের রাজিউল হাসান তালুকদারের মেয়ে। তিনি ময়মনসিংহ শহরের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ফাইজা ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার সুযোগে এসব অপরাধ প্রবণতা বাড়ছে। মাগুরার আট বছরের শিশুও এর কবল থেকে রেহাই পাচ্ছে না। ৪৮ ঘণ্টার মধ্যে সেই ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে আমরণ অনশনে বসেছি। প্রশাসনের কাছ থেকে এ দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চলবে।