জাতীয় নাগরিক পার্টিতে নরসিংদীর তুষার ও শিরীনসহ ৪ জন
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। এদের নিয়ে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়।
নতুন দলের এই কমিটিতে নরসিংদীর ৪ জন স্থান পেয়েছেন। তার মধ্যে পলাশ উপজেলার সারওয়ার তুষার যুগ্ম আহ্বায়ক ও নরসিংদীর এডভোকেট শিরিন আক্তার শেলী সংগঠক (উত্তরাঞ্চল) রয়েছেন। শিবপুর উপজেলার আব্দুল্লাহিল মামুন নিলয় ও ফয়সাল নামে আরও দুই কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে।
যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়া নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া এলাকার সন্তান সারওয়ার তুষার এর আগে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি। তবে বুদ্ধিভিত্তিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। জুলাই আন্দোলনে রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরব ছিলেন সারোয়ার তুষার। বিগত ১৯ জুলাই ছাত্র জনতা গণ মিছিলে গুলি চালানো হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে তিনি সেদিন উদ্ধৃতি দিয়েছেন আর তা ফ্রান্সের জনপ্রিয় ফ্রান্স ২৪ ডক কম পত্রিকা “Protesters storm prison in Bangladesh, death toll from anti-quota clashes tops 100’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে স্থান পায়।
তার দেওয়া উদ্ধৃতিটি :
“আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে,” সারওয়ার তুষার, যিনি রাজধানীতে একটি মিছিলে যোগ দিয়েছিলেন এবং পুলিশের দ্বারা সহিংসভাবে ছত্রভঙ্গ হয়ে গেলে সামান্য আহত হয়েছেন, তিনি এএফপিকে বলেছেন। “আমরা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ চাই। এই হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী।”
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়া সারওয়ার তুষার তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, এতদিন আমাদের দায়িত্ব ছিল একটা সীমাবদ্ধতার মধ্যে। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। বর্তমানে আমাদেরকে কাজ করতে হবে দেশের জন্য দেশের জনগণের মঙ্গলের জন্য। আমাদের এ দল হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।
জাতীয় নাগরিক পার্টির সংগঠক (উত্তরাঞ্চল) এর দায়িত্ব পান নরসিংদী জেলা জজ আদালতের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী। জুলাই আন্দোলনে তিনি নরসিংদীর রাজপথে সরব থেকেছেন। শুধু সরবই হামলার শিকার হয়েছে ফ্যাসিস্ট সরকারে সন্ত্রাসীদের। হামলায় অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী ছেলে গুরুতর আহত হন।
জাতীয় নাগরিক পার্টির সংগঠক (উত্তরাঞ্চল) এর দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটি জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের অংশগ্রহনকারী ছাত্র-জনতার সংগঠন। এদেশের সাধারণ মানুষে দাবীর মুখেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। আত্মপ্রকাশ হওয়া নতুন এই দলের মুখ্য সংগঠক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আহবায়ক, সদস্য সচিব ও সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্য নরসিংদীসহ দেশ দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে, হাতে হাত রেখে, এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষে অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হলে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময়-নতুন স্বপ্ন দেখার নতুন পথচলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার! নতুন বাংলাদেশ গড়ায় আমরা প্রত্যেকে যার-যার অবস্থান থেকে শপথ করি এবং ঐক্যবদ্ধ হই যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিযে যেতে পারি।
নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয়। আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। যুগ্ম আহ্বায়ক পদে আছেন ১৬ জন।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদে এসেছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। যুগ্ম সদস্যসচিব পদে আছেন ৩২ জন।
মুখ্য সংগঠকের (দক্ষিণাঞ্চল) দায়িত্বে আছেন হাসনাত আবদুল্লাহ। দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লা, মাহমুদা মিতু, মোল্লা রহমাতুল্লাহ, এস এম শাহরিয়ার ও জোবারের আরিফ। এ ছাড়া দক্ষিণাঞ্চলের সংগঠকের পদে আছেন ২৬ জন।
মুখ্য আরেকজন সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব দেওয়া হয়েছে সারজিস আলমকে। উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাছের খান, সাকিব মাহদী, আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ ও হানিফ খান সজীব। এ ছাড়া উত্তরাঞ্চলের সংগঠকের পদে নরসিংদী এড. শিরীন আক্তার শেলীসহ ১৮ জনকে রাখা হয়েছে।
নতুন এই দলে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রয়েছেন। যুগ্ম মুখ্য সমন্বয়কের পদে রয়েছেন ১৪ জন। এছাড়াও দলটির সদস্য পদে অভ্যুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনসহ ৪৩ জনকে রাখা হয়েছে।