নরসিংদীর বড় বাজারে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নরসিংদীর বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে জনপ্রিয় ওই টেইলার্সের কাপড়সহ সব মালামাল।
বুধবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদীসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তেই পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, কি কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। বিস্তারিত পরে বলা যাবে। এ ছাড়া কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগস :