নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি, অটোরিকশা, থ্রী হুইলার চলাচল নিষিদ্ধ
ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী অংশে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে চলাচল নিষিদ্ধ ঘোষনা করে সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে নরসিংদী জেলা ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়, সাহেপ্রতাব, পাঁচদোনা মোড়, মাধবদী, ইটাখোলা মোড় সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়।
এ জনসচেতনতামূলক প্রচারণা মহাসড়কের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।
জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সড়কের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতা মূলক মাইকিং ও মহাসড়কে যাতে থ্রি হুইলার না চলে সে বিষয়েও সবাইকে অবগত করা হয়। তিনি আরও বলেন,
সবাইকে মহাসড়কে শৃঙ্খলা মেনে ও সাইড লেন মেনে চলাচলের জন্যে পরামর্শ দেন এবং শৃংখলার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধে জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনসচেতনতামূলক মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণকালে জেলা ট্রাফিক পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।