মনোহরদীর হাতিরদিয়া বাজারের মাংসের দোকানে মোবাইল কোর্ট-৫হাজার টাকা জরিমানা
গত ২৩ এপ্রিল মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারের পথচারীদের অভিযোগের ভিত্তিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দীর্ঘ দিন যাবৎ হাতিরদিয়া বাজারের মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে পদচারী ও আশে পাশের লোকজনের অভিযোগ ছিল তারা পাস্তার পাশে পশু জবাই করে উচ্ছৃষ্ট ময়লা রাস্তার পাশে ফেলে রাখে। যার ফলে দুর্গন্ধ ও পদচারীদের চলাফেরায় সমস্যা ও নানা রোগ জীবানু ছড়ায়।
এসব অভিযোগের ভিত্তিতে কমিশনার (ভূমি), মনোহরদী মো: সজিব মিয়া ভেটেরিনারি সার্জন ড. মাহফুজ কে সাথে নিয়ে উক্ত স্থান পরিদর্শন করে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট যায়গায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
হাতিরদিয়া বাজারের মাংসের দোকানদাদেরকে যথাযথ হাইজিন ও পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রেখে রাস্তার পাশে যাতে ময়লা না ফেলায় সে বিষয়ে পরামর্শ দেয়া হয়।
জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।
ট্যাগস :