মনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা
নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাইপাশ রোড নতুন রাস্তা সংলগ্ন” এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে মো. তানভীর (১৭) বাইক কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে।
জানা যায়, তানভীর সম্প্রতি পরিবারের কাছে একটি মোটরসাইকেল চায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছিল। তবে বাইক কেনার আগেই রবিবার (২৩ জুন) বিকেল তিনটার দিকে তানভীর ক্ষোভে বিষ পান করে।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই দুঃখজনক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তরুণ তানভীরের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা গভীরভাবে শোকাহত।
ট্যাগস :