রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত উজ্জ্বল মিয়া (৩৩) নামের একজন যুবকের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত উজ্জ্বল মিয়া রায়পুরার পিরিজকান্দীর সাধুনগর এলাকার মো. মাস্তো মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি একাধিক বার হুইসেল দিলেও ওই যুবক শুনতে পাচ্ছিলেন না, রেললাইন থেকে সরে যাচ্ছিলেন না। একপর্যায়ে ওই ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর খণ্ড-বিখণ্ড হয়ে যায়।
স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে তাঁর ছোট ভাই রাকিব মিয়া ঘটনাস্থলে এসে পড়নের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ উদ্ধার করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের ‘অভিযোগ নেই’ মর্মে আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।