নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা-সিলেট মহাসড়ক ব্লকেড
গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহাসড়কের জেলখানা মোড়ে বুধবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ ব্লকেড চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
এতে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামি যুব আন্দোলন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।
এসময়, বিক্ষোভকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ থাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কতৃক এনসিপির গাড়ি বহর ও সমাবেশস্থলে হামলার প্রতিবাদে আওয়ামী বিরোধি নানাবিধ স্লোগান দেয় নেতাকর্মীরা। সড়কে অগ্নিসংযোগ করে স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের দাবী জানান আন্দোলন কারীরা।
ট্যাগস :