মনোহরদী উপজেলার চালাকচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান- ভেজাল প্রমানে প্রতিষ্ঠানকে জরিমানা
১১ সেপ্টেম্বর বেলা ১.১০মিঃ এ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অডিভযানকালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শিশু খাদ্য বিক্রির জন্য সংরক্ষণ করিয়া রাখা” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর “৫১ ধারায় “চালাকচর বাজারের শফিক স্টোরের ” মালিক কে =৫০০০/টাকা,
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি জন্য সংরক্ষণ করে রাখাতে “উর্মি মেডিকেল হলের” মালিক কে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর” ৫১ ধারায় =৩০০০/টাকা, সর্বমোট =৮০০০/ টাকা জরিমানা আদায় করা হয়।
সহযোগিতায় ছিলেন মোঃ শাহ নেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ মোবারক হোসেন ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
তারা আশ্বস্ত করেন ভেজালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
ট্যাগস :