বেলাবতে এক রাতে দুই স্থানে ছিনতাই, গ্রেফতার ১
নরসিংদীর বেলাবতে এক রাতে দুই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা একজনকে কুপিয়ে ও আরেকজনকে কামড়িয়ে আহত করে মটরবাইক ও অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় একজন ছিনতাইকারীকে বেলাব থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। উভয় ঘটনা ঘটে গতকাল বুধবার রাত সাড়ে দশটা হতে রাত ১১টার মধ্যে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামের আবু কালামের ছেলে নাসিম পেশায় একজন অটোরিক্সা চালক। গতকাল বুধবার রাত ১০টা ৪০ মিনিটে অটোরিক্সা নিয়ে ভাড়ার আশায় নারায়নপুর বাসষ্ঠ্যান্ড এলাকায় যায়। এসময় রায়পুরা উপজেলার মনোহরাবাদ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আরমান,লক্ষীপুর গ্রামের শফিকুল গকুলনগর গ্রামের রাজীব মিলে পাশ্ববর্তী দড়িকান্দি গ্রামে যাবে বলে অটোরিক্সাটি ভাড়া করে। নাসিম তাদের নিয়ে দড়িকান্দি বাসষ্ট্যান্ডে গেলে উল্লেখিত ছিনতাইকারী আরমানসহ বাকী তিনজন অটোচালক নাসিমের গলায় ছুরি ধরে এবং কামড়িয়ে ও মারপিট করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যাবার সময় আমলাব বাজারের কাছে বেলাব থানার টইলরত পুলিশের কাছে ধরা পড়ে।
এদিকে একই দিন রাত ১১টার দিকে চরবেলাব গ্রামের খুর্শেদ আলমের ছেলে শ্যামল মিয়া মটরসাইকেল যোগে তার কর্মস্থল হতে বাড়িতে আসার পথে মরজাল বেলাব সড়কের উজিলাব নামক স্থানে আসলে ছিনতাইকারীরা কুপিয়ে মটরসাইকেল, মোবাইল নগদ অর্থ নিয়ে যায়। পরে আহত অবস্থায় শ্যামল মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান উভয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।